ভৈরবী আঘ্রাণ

  • Sale
  • Regular price Rs. 60.00
Shipping calculated at checkout.


Bhairobi Aghran 

লেখক : অলককুমার চৌধুরী 

পৃষ্ঠা : 80

দ্বন্দ্বময় জীবনের নানা ঘাত-প্রতিঘাত আনন্দ? অশ্রু দুঃখ বেদনা উল্লাস বিমর্ষত—সমস্ত বিপরীত ব্যবহারগুলি কবিতায় ধরতে চেয়ে কবি যেমন পাশাপাশি বসিয়েছেন অনেক পরস্পর বিপরীত শব্দাবলি, তেমনি ভিন্ন ভিন্ন মেজাজের চিত্রকল্পও পাশাপাশি রেখেছেন তাঁর কবিতায়। এ-যেন বাদী ও বিবাদী স্বরের মিলনে এক নতুন জীবন-বাগ! জীবনের একদিকের বর্ণিল বিভক্ষ, অন্যদিকের ধূসর গ্লানিমা। ভিন্ন ভিন্ন ভাষাভঙ্গিতে তাঁর কবিতা গতিময় হয়েছে। সবকটি ছন্দে কবি যেমন স্বচ্ছন তেমনি গদ্যে লেখা কবিতাগুলিতেও রয়েছে তাঁর নিজস্ব ছন্দ। সরাসরি বলার চেয়ে কবি চিত্রকল্পের মাধ্যমেই বলা বেশি পছন্দ করেন। শব্দের বর্ণালি থেকে তুলে নেন পছন্দসই অমোঘ রঙতুলি। চেনা শব্দের নতুন নতুন ব্যবহারে পাঠক চকিত বিস্মিত হন। আবার সেই সঙ্গে নতুন নতুন শব্দ সৃষ্টি কবিতার পরতে পরতে থাকা 'অনুভূতি ও নানান ব্যঞ্জনাগুলিকে অমোঘ গন্তব্যে পৌঁছে দেয়। পাঠকের মনে চারিয়ে যেতে থাকে এক টাটকা নতুন উপলব্ধির তরুণ স্রোত। সত্তরের এই কবি যেমন তাঁর পূর্বের গ্রন্থগুলিতে চিন্তায় ও কারুকৃতিতে আধুনিক, তেমনি এই নতুন শতাব্দীর শূন্য দশকেও একই ভাবে--- বরং বলা ভালো আরো প্রবলভাবে কি সন্ধানে তার ভিন্নতর মর্মিতায় কি বয়ানে কি শব্দ তৈরি ও ব্যবহারে সমসময় থেকে এক পা এগিয়ে।

আকার (cm) : 14.3 (l) X 22 (b) X 1.3 (h)