Newyork Newyork লেখক : অর্ভিন ঘোষ পৃষ্ঠা : 232 দীর্ঘদিন তিনি বসবাস করছেন মার্কিন মুলুকে। পেশায় অর্থনীতিবিদ হলেও সাহিত্যের প্রতি তীব্র অনুরাগ থেকে লিখে চলেছেন সাহিত্য ও সংস্কৃতির বিভিন্ন ধারায়। ৭৯ সালে ‘দেশ’ পত্রিকায় প্রথম প্রবন্ধ প্রকাশিত হবার পরেই অর্ভিন ঘোষ বাংলা ভাষাভাষী পাঠকের কাছে বিশেষভাবে পরিচিত হয়ে ওঠেন। আমেরিকা তথা নিউইয়র্ক সম্পর্কে সাধারণের কৌতূহল মেটাতে বইটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে নিউইয়র্ক এবং আমেরিকার সমাজজীবন, রাজনীতি এবং সংস্কৃতির বিভিন্ন ধারা সম্পর্কে লেখক তাঁর অভিজ্ঞতার কথা লিখেছেন অত্যন্ত সাবলীল ভাষায়। ‘নিউইয়র্ক নিউইয়র্ক’ গ্রন্থটিতে একইভাবে বর্ণিত হয়েছে বিভিন্ন সাহিত্যধারার কথা। বিট জেনারেশান এবং অন্যান্য উল্লেখযোগ্য কিছু ঘটনাবলি নিয়ে রয়েছে লেখকের নিজস্ব বিশ্লেষণ ও অভিমত। কলকাতা ও নিউইয়র্ক সম্পর্কে তুলনামূলক আলোচনায় লেখক জানিয়েছেন, ‘এই দুই শহরের মধ্যে বৈপরীত্যের ছড়াছড়ি, তেমনি আবার ঐতিহাসিক গোড়াপত্তন, সাংস্কৃতিক ভাবধারা ও নিত্যকার জীবনযাত্রার সঙ্গে অনেক ব্যাপারে আছে সাযুজ্য’। |