Prabhupad Shreela Abhayacharan লেখক : অর্ভিন ঘোষ পৃষ্ঠা : 272 ধর্ম আসলে কী? শুধুই উগ্রতা? নাকি কোনো দর্শন? নাকি বিশ্বাসের মধ্যে পরিত্রাণ খোঁজার উপায়? তাই সভ্যতার কাল যতই সায়াহ্নকে স্পর্শ করুক না কেন, আধ্যাত্মিক বিশ্বাসের আবেদন কোনোদিনই প্রাচীন হয় না। তাইতো বাংলার সমাজজীবনের এক ক্রান্তিকালে মানবতার বাণী নিয়ে, বৈষ্ণব ধর্মের পুনর্জাগরণ ঘটিয়ে শ্রীচৈতন্যদেব ফিরে আসেন। আর তাঁর সেই চিরন্তন দর্শনকে বিশ্বের দরবারে পৌঁছে দেন প্রভুপাদ শ্রীল অভয়চরণ। নেশা ও যৌনতার চোরাস্রোতে হারাতে থাকা ‘হিপি’ নাম নেওয়া যুবক-যুবতিদের আধুনিকতার কাছে গৌরাঙ্গ-তত্ত্বকে যুগোপযোগী করে পৌছে দেন তিনি। প্রতিষ্ঠা করেন ‘ইসকন’ সংঘের। প্রতিদিনের গ্লানি, ক্লান্তি, ভঙ্গুরতা থেকে উত্তরণের পথ দেখান তিনি চৈতন্যের দিব্য জীবনের আলোকে। হতাশের হাতে তুলে দেন আত্মবিশ্বাস, হিংস্রতার হাতে শান্তি। পৃথিবীর ক্রমমুক্তির পথে আরও-একটি ধাপ বাড়িয়ে দেন তিনি। সেই দিব্যজীবনের কিছু আলোছায়াকে কোলাজে সাজিয়ে সমগ্র এক সূর্যকে জ্বালিয়ে তোলার প্রয়াস থাকল অক্ষর ও নৈঃশব্দ্যের মধ্যে। এবার আরও প্রদীপ জ্বালার অপেক্ষা প্রতীক্ষা এক দীপাবলির। |