Mother Teresa লেখক : অর্ভিন ঘোষ পৃষ্ঠা : 376 কয়লার কালো দিয়েই ঢাকা থাকে হিরের আলো। সেই জহরকে চিনতে পারে জহুরির চোখ। শেয়ালদার সাউথ স্টেশনের দিকে সেদিন তুমুল হই-চই। ভাইবোন আর মার সঙ্গে বুক চাপড়ে কাঁদছে পার্বতী। বাবা ট্রেনে কাটা পড়ে মারা গেছে। পাবর্তীর অভাবের সংসার, রেলবস্তির জীবন, তবুও ক্লাস সিক্সে পড়া ছাড়ার আগে আবৃত্তি করে সে প্রাইজ পেয়েছিল। অ্যাগনেস নিয়ে এলেন পার্বতীকে। পড়াশোনা শেখালেন, মানব সেবায় দীক্ষা দিলেন। এভাবেই নিরাপত্তাহীন কত কত পার্বতী বহু মানুষের আশ্রয় হয়ে উঠল অ্যাগনেসের ছায়ায় থেকে। কলকাতার রাস্তায় পড়ে থাকা অনাথ, অসুস্থ, মুমূর্ষরা চিনত তাঁর করস্পর্শটিকে। চিনত তাঁর প্রতিষ্ঠা করা ‘মিশনারিস অফ চ্যারিটি’-র বাড়িটাকে। ততদিনে অবশ্য তিনি বিশ্বের কাছে, আর্তের কাছে যথার্থ অর্থে মাদার হয়ে উঠেছেন, মাদার তেরেসা। এই নাম এবং তাঁর প্রতিষ্ঠানটি বহতা সময়ের এক কিংবদন্তি। কালের নিয়মেই মাদার আমাদের ছেড়ে গেছেন। তবু মৃত্যু মাদারকে আমাদের মধ্য থেকে কেড়ে নিতে পারেনি। তাই তো আজও শিশুভবন পার হতে গেলে অসংখ্য জিশুর সঙ্গে দেখা হয়ে যায়আমাদের। কানে ভাসে মাদারের সেই কথা-‘সত্যিকারের প্রেম আঘাত দেয়, জিসাস আমাদের ভালোবেসে আঘাত পান, তিনি আহত হন’। আসলে দেখার চোখটাই কেমন যেন বদলে দিয়ে গেলেন তিনি। |