Ghaser Dotara
লেখক : অরু চট্টোপাধ্যায়
পৃষ্ঠা : 64
“পরবাস ছিল না আমার, ছেড়া কাঁথা পেতে মাঠে শুয়ে আছি, অনেক আকাশকুসুম দূর আকাশ গঙ্গার ছায়াপথে ভাসিয়ে দিয়েছি, লজ্জা ছিল না এরকম বাহুল্য খরচে, কাঙালের কিবা এসে যায়, কল্পনা ছাড়া হারাবার কিছু নেই তার। ” কবির কলমের আঁচড়ে ফুটে ওঠা এই শব্দমালা শুধু কি এক কাঙালের বাণী? নাকি আক্ষরিক ভাবেই এই বাণী শোনা যায় সেই সব মানুষের হাহাকারে, যাদের বুকে জমে আছে তাড়া তাড়া অভিমান আর মনের মধ্যে বাসা বাঁধে পালিয়ে যাওয়ার বাসনা? সত্যিই কি আমরা সবাই কোনো না কোনো দিন কাঙাল হতে চাইনি? ‘ঘাসের দোতারা’ তাই হয়ে উঠেছে এমন কাব্যগ্রন্থ, যা মনে করিয়ে দেয় পূর্বজন্মের স্মৃতি, যেখানে প্রকৃতির আঙুল ছুঁয়ে জন্ম নেয় কল্পনার স্মৃতিকথারা। সমস্ত ভালোবাসাবাসির ঊর্ধ্বে উঠে এই কবিতাগুচ্ছের মাঝে ধরা পড়ে কবির গহন মনের দর্শন। তাই ‘ঘাসের দোতারা’ বাজতে থাকে উঠোনময়, অন্তরার সুর ছড়িয়ে পড়ে আকাশ-বাতাস জুড়ে।
আকার (cm) : 14 (l) X 22 (b) X 1 (h)