Mombati Tomar Sange Prem
লেখক : অমিয় জানা
পৃষ্ঠা : 78
‘মোমবাতি, তোমার সঙ্গে প্রেম’ এ রকম সুন্দর রোমান্টিক নাম যিনি রাখতে পারেন তাঁর বইয়ের, তিনি যে আদ্যন্ত রোমান্টিক হবেন এ আর বলার কী? দু-টি পর্বে বিন্যস্ত তাঁর এ কবিতাবলিকে এক কথায় যা বলা যায় তা হল, এক রোমান্টিক জার্নি। যে জার্নিতে কবি নিজেকে পুড়িয়ে ভালোবাসার কথা বলেন। বলেন, স্বপ্নবন্ধনের রূপকথার কথা। দুটি চরিত্রের পারস্পরিক মন-নির্ভরতার কথা, রাগ-অনুরাগের কথা, মান-অভিমানের কথার মধ্যে পরিস্ফুট হয়েছে যে কবিমন, তা দেশীয় হয়েও আন্তর্জাতিকতার পথে ছুটে গেছে। লালন করেছে কবিমানসীর প্রতি প্রেম। তাই তিনি বলতে পেরেছেন ‘তোমার দৃষ্টিতে পৃথিবী দেখি / সুখ-দুঃখের সহবাস...’। বলতে পারেন আমার কাছে ভালোবাসা / নিঃস্বার্থের এক মোমবাতি...’।
আকার (cm) : 14 (l) X 22 (b) X 1 (h)