Lust For Life লেখক : আরভিং স্টোন / অনুবাদ : ঈশানী রায়চৌধুরী পৃষ্ঠা : 83 সারা ইয়োরোপকে উত্তাল করে ১৮৭০-১৮৮০-তে শিল্পের দুনিয়ার দখলদারি নিতে এসেছিল ইম্প্রেশনিজ্ম। সারা পৃথিবীকে দেখিয়ে দিয়েছিল কীভাবে দেখার চোখকে অন্য মাত্রায় অন্য উত্তরণে শামিল করা যায়। আর পোস্ট-ইম্প্রেশনিজমে? ঠিক এর পরের পর্যায়। আলোছায়ার খেলা আছে, কিন্তু তাতে অন্য কিছু পরিণতমনস্কতা অন্যতর মাত্রা সংযোজিত করেছে। ভ্যান গখের ছবি যেমন। লোকের চোখে আমি কী? স্রেফ একটা বাতিল জঞ্জাল, পাগল, দেখলেই বিরক্তি এসে যায়। সমাজে কোনো সম্মানজনক জায়গায় নেই। থাকবেও না কখনও। কীটস্য কীট আমি। একদিন সবাইকে দেখিয়ে দেব এই অস্থির উন্মাদ-সত্তা নিয়েও কী প্রবল মানসিক শক্তি নিয়ে বেঁচে থাকা যায়! আমি ডুবে যাই দুঃখে ব্যথায়... তবুও ভেতরের যে কী অদ্ভুত এক আলোর মতো প্রশান্তি! এই যে একের-পর-এক ক্যানভাস ভরিয়ে তুলি রঙের রামধনু |