Adhunik Bharatiya Galpo Vol (I) সম্পাদনা : মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় পৃষ্ঠা : 74 বহু ভাষাভাষীর দেশ ভারতবর্ষ। বিভিন্নপ্রদেশের বিচিত্র দেবদেবী, পালা-পার্বণ, বিচিত্র আচার-অনুষ্ঠান, রীতিনীতি, বিচিত্র ভৌগোলিক পরিবেশ-অর্থনৈতিক শ্রেণিবিভাগ, সর্বোপরি, জীবনযাপনের বিচিত্র ধারা। প্রত্যেকপ্রদেশেই রচিত হয়েছে মহৎ কত সাহিত্য! বিশিষ্ট অনুবাদক ও একদা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য বিভাগের সুখ্যাত অধ্যাপক মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের বিভিন্ন প্রদেশের প্রধান লেখকদের গল্পগুলিকে সংকলিত করেছেন তাঁর এই সম্পাদিত গ্রন্থে। যোগ্য ব্যক্তিরাই বাংলায় অনুবাদ করেছেন এই গল্পগুলি। ভারতীয়ত্ব বলতে সত্যি কিছু হয় কিনা তা গভীরভাবে ও সৎভাবে বুঝতে চাওয়ার প্রয়াস থেকে জন্ম নিয়েছে এই সংকলন। গল্পগুলি পড়ার পরে পাঠক নিজেই নিজের ভেতরে অনুভব করবেন যে ধর্ম-ভাষা-আচার আচরণের বিভিন্নতা সত্ত্বেও কোথাও যেন একটা ঐক্য রয়েছে, রবীন্দ্রনাথের ভাষায় ‘বিবিধের মাঝে দেখ মিলন মহান’। এমন নয় যে পটভূমি ও পাত্রপাত্রীর কারণেই গল্পগুলিকে ভারতীয় গল্পহিসেবে চিহ্নিত করা হয়েছে। বরং সম্পাদক খুঁজতে চেয়েছেন ভারতবর্ষের বিভিন্ন প্রদেশের লেখকদের চিন্তায়-উপস্থাপনায়-বিন্যাসের সাদৃশ্যকে। আধুনিকতা বলতে সম্পাদক মনে করেছেন পুরোনো ধ্যানধারণা-প্রথাপার্বণ-রীতিনীতির পুনর্বিচার। মোট কথা, এই বইয়ের অন্তর্গত লেখাগুলি পড়লেই বোঝা যাবে কেন এগুলিকে ‘আধুনিক ভারতীয় গল্প’ বলা হয়েছে। |