Anya Desh Anya Bhasha
ভাষান্তর: সৌগত চট্টোপাধ্যায়
পৃষ্ঠা: 80
কবিতা অনুবাদের অতীত... কডয়েলের এই বক্তব্য তর্কাতীত। বিশ্বের অন্যান্য কবিদের সাথে পরিচয়ের জন্য তবু অনুবাদই ভরসা। তা ছাড়া সব ভাষার মতো অনুবাদ বাংলাভাষাকেও সমৃদ্ধ করবে, সন্দেহ নেই। শক্তিশালী কবির পক্ষেই কবিতার সার্থক অনুবাদ সম্ভব। কবি হিসেবে সৌগতর শক্তি সন্দেহাতীত। এই সংকলনে স্থান পেয়েছে ইউরোপীয় আধুনিকতাবাদী (Modernist) কবিতার জনক বোদলেয়ার এবং তাঁর আত্মার আত্মীয় র্যাঁবো, ভেরলেনের মতো কবিতা। এঁদের কবিতার ঐতিহ্য থেকে যে আধুনিকতাবাদ ইউরোপে বিশ শতকের প্রথমযুগে আত্মপ্রকাশ করল-ম্যালার্মে, পল ভালেরি, পল কাদেল, অ্যাপোলোনিয়র, পিয়র রেভেদি ও লোরকার মতো কবিরা তারই প্রতিনিধি। সুররিয়ালিজম, প্রতীকবাদ সহ একগুচ্ছ ধারার এঁরা জন্ম দিয়েছিলেন। এঁদের কবিতার পাশাপাশি আধুনিকতাবাদের গণমুখী ধারার প্রতিনিধি জার্মানির ব্রেখট কিংবা লাতিন আমেরিকার মহাকবি নেরুদার মতন কবিরা স্থান পেয়েছেন। স্থান পেয়েছেন চেক কবি মিরোশ্লাভ হোলুব এবং লিওপোল্ড সেদার সেংগার, কিংবা লাতিন আমেরিকার আর-এক মহাকবি অক্সাভিও পাজ। এঁরা সকলেই আধুনিকতাবাদের সন্তান।
আকার (cm) : 14.5 (l) X 21.5 (b) X 1.4 (h)