Punashcha Sabuj
লেখক : অনাময় কালিন্দী
পৃষ্ঠা : 64
অনাময় কালিন্দী-র কবিতা স্বচ্ছ জলের মতো। কোথাও আড়াল নেই। অদ্ভুত এক বেঁচে থাকায় আচ্ছন্ন করেন তিনি পাঠককে। পুরুলিয়ার সন্তান অনাময় কলকাতা থেকে অনেক দূরে নিমগ্ন নিজস্ব শব্দযাপনে। তাঁর দেশ অবহেলিত- ক্ষুধার্ত-প্রান্তিকের দেশ, আবার একই সঙ্গে তাঁর দেশ বিপুল প্রাণশক্তিতে ভরপুর লোকসংস্কৃতির পীঠস্থান। অনাময়ের কবিতায় অনিবার্য হয়ে ওঠে এই দুই গন্ধ। তাঁর কবিতায় ‘শিউরে উঠছে ধানগাছের পাতা’...বা আশ্চর্য, অমোঘ মেঘানুভব—‘খোঁপা ভেঙে ছড়িয়ে পড়েছে চুল / আকাশে আকাশে।' পাশাপাশি জনপদের আবহমান সাংস্কৃতিক স্বর উপস্থিত, যখন মাটির মেয়ে ‘হেমন্তলক্ষ্মী’-কে কবি বাঁদনা পরবে’ গড়ে দিতে চান ‘ধানের মুকুট। আরও সম্মোহক ‘চাকা নদীর বাঁকে’ অনন্ত পলাশবন। অনাময় কালিন্দী-র এই কাব্যগ্রন্থ ‘পুনশ্চ সবুজ’ যেন এক প্রার্থনা। প্রতিটি কবিতা যতটুকু ব্যক্তিগত, তার বেশি ব্যথাতুর সামাজিক। কচুপাতায় জমে থাকা জল’-কে শ্যামলসুন্দর’ বলে ডেকে ওঠাটাই প্রকৃত কবির ধর্ম, যখন ভালোবাসা ও ক্ষুধাগ্রাম হাত ধরে মগ্ন হয়ে থাকে পরস্পর।
আকার (cm) : 14.5 (l) X 22 (b) X 1.1 (h)