Madhyarate Eka Chand Jaage
লেখক : অদিতি সেন চট্টোপাধ্যায়
পৃষ্ঠা : 64
‘নতজানু হতে শিখিনি/ তাই ভয় হয়,/ প্রেম অপ্রেম সব্বাই/ বড়ো নতি চায়’। কবি অদিতি সেন চট্টোপাধ্যায়ের এই কাব্যগ্রন্থটিতে রয়েছে ৫২টি কবিতা। হৃদয়ের অন্তর্গত ভাষায় কথা বলেছেন কবি। অনায়াস তাঁর শব্দচয়ন। অন্তর্গত প্রদেশের সে ভাষায় জড়িয়ে থাকে সুরেলা বিষাদ। অথচ নিছক কান্নাকাটি, ভিজে যাওয়া অথবা ক্লান্তির ছাপ নেই তাঁর কবিতায়। যন্ত্রণাবোধকে কবিতায় মূর্ত করতে চেয়েছেন তিনি। একই সঙ্গে আপসহীন এক সত্তা নিয়ন্ত্রণ করে তাঁর ভাষা ও প্রকাশভঙ্গিমা। ‘সম্পূর্ণা’ শিরোনামে লিখেছেন, আজ ভালোবেসে নীলকণ্ঠ হই;/ গরল তোমার না- ভালোবাসাগুলি/ ধারণ করি, সম্পূর্ণা হই;/ এসো, এবার অর্গল সব খুলি’। স্মৃতি, শৈশবপ্রীতি, দ্রোহ এবং সম্পর্কের টানাপোড়েনে নির্মিত হয়েছে কবির অধিকাংশ কবিতা। নাগরিক কথ্য ভাষায় রচিত কবিতাগুলির মধ্যে কখনো-কখনো বয়ে যায় বিপন্নতাবোধের জটিল ঢেউ। কবিতার নিয়মিত পাঠকের কাছে কবিতাগ্রন্থটি যেমন গ্রাহ্যতা পাবে, তেমনই অনিয়মিত সাধারণ পাঠকের কাছেও গ্রন্থটি আদরণীয় হয়ে উঠবে, আশা করা যায়।
আকার (cm) : 14.5 (l) X 22.3 (b) X 1 (h)